Logo
বিজ্ঞপ্তি ::
দৈনিক চ্যানেল নিউজে আপনাদেরকে স্বাগতম::দৈনিক চ্যানেল নিউজে দেশব্যাপী সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগযোগ করুন::যোগাযোগ::সম্পাদক, দৈনিক চ্যানেল নিউজ::১০৭ খান ম্যানশন (৯ম তলা),  মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ইমেইল: newsroom.channelnews@gmail.com

যুক্তরাষ্ট্রকে অল্পতেই আটকে দিল ভারত

কাজী জহির উদ্দিন তিতাস / ১৮০ ১ বার পঠিত
প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার, দৈনিক চ্যানেল নিউজ :: চলমান টি-২০ বিশ্বকাপের নতুন চমক স্বাগতিক যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে হারিয়ে আসর শুরু করা দলটি নিজেদের পরের ম্যাচেও জিতেছে। তৃতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি স্বাগতিকরা। আগের দুই ম্যাচে দাপট দেখালেও আজ ব্যাট হাতে অল্পেই থেমেছে তারা।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে যুক্তরাষ্ট্রের সংগ্রহ আট উইকেটে ১১০ রান।

আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণের যেন প্রথম ওভারে দুই উইকেট শিকার করেন আর্শদীপ সিং। ডায়মন্ড ডাকের স্বাদ পান যুক্তরাষ্ট্রের শয়ন জাহাঙ্গীর। আন্দ্রেয়াস গৌসও করেন ২ রান।

অধিনায়ক অ্যারন জোনস একটু ধীরে ধীরে এগোতে চেয়েছিলেন। তবে ব্যক্তিগত ১১ রানে হার্দিক পান্ডিয়ার শিকার হন তিনি। কোরি অ্যান্ডারসনকেও ফেরান পান্ডিয়া। তবে এদিন বল হাতে ভয়ংকর রূপে ছিলেন আর্শদীপ। তিনি একাই শিকার করেন ৪ উইকেট।

যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন নিতিশ কুমার। এছাড়া স্টিভেন টেইলর ২৪, অ্যান্ডারসন ১৫, ভ্যান স্ককিক ১১ ও হারমীত সিং ১০ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। আর্শদীপ ও পান্ডিয়ার বাইরে এক উইকেট নেন আক্সার প্যাটেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Theme Created By ThemesDealer.Com
English
English