স্টাফ রিপোর্টার, দৈনিক চ্যানেল নিউজ : জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সুমন খন্দকার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খন্দকার, অর্থ বিষয়ক সম্পাদক রূপচান গোস্বামী হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ইসমাইল হোসেন, কার্যকরী সদস্য দেলোয়ার হোসেন আরিফ, মো: এনামুল প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুজ্জামান ভূইয়া। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।