স্টাফ রিপোর্টার, দৈনিক চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলা পরিষদের নির্বাচনে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ মামলায় ৩ লাখ ৮২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার জেলার সদর উপজেলা, বিজয়নগর উপজেলা ও নবীনগর উপজেলায় এই জরিমানা আদায় ও সাজা দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেসমিন সুলতানা জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা পরিষদ, বিজয়নগর উপজেলা পরিষদ ও নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিভিন্ন অপরাধের কারনে তিন উপজেলায় ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ টি মামলায় ৩ লাখ ৮২হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে সদর উপজেলায় ৬১টি মামলার মধ্যে ৪২ মামলায় ৪২ জনকে ২লাখ ১৭হাজার ৯শত টাকা জরিমানা ও ১৯ মামলায় ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিজয়নগর উপজেলায় ২৮টি মামলার মধ্যে ১৮টি মামলায় ১৮ জনকে ৮৩ হাজার টাকা জরিমানা ও ১০ মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
নবীনগর উপজেলায় ১৮ টি মামলার মধ্যে ১৪টি মামলায় ১৪ জনকে ৪২হাজার টাকা জরিমানা এবং ৪ মামলায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।