স্টাফ রিপোর্টার, দৈনিক চ্যানেল নিউজ : সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন লাভ করেছে। বৃহস্পতিবার (২৩ মে ২০২৪)জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম সাগরকে সভাপতি ও মুহাম্মদ আরিফুজ্জামান ভূইয়াকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ সভাপতি মোঃ সুমন খন্দকার, সহ সভাপতি শফিকুল হক শাকিল, সহ সভাপতি আব্দুল করিম, সহ সভাপতি হীরা আহমেদ জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খন্দকার, রাকিবুর রহমান রকিব, সাংগঠনিক সম্পাদক জাকির মাহাদিন, অর্থ সম্পাদক রূপচাঁন গোস্বামী (হৃদয়), মহিলা সম্পাদক কামরুন্নাহার (ডলি), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল ভূইয়া, তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক শেখ মোহাম্মদ সোহেল,কার্যকরী সদস্য আব্দুল কাদের সেন্টু, দেলোয়ার হোসেন আরিফ, মোঃ এনামুল, আমান উল্লাহ মুর্তজা,শফিকুল ইসলাম।
উল্লেখ্য যে, সাংবাদিকদের যাবতীয় অধিকার নিশ্চিত করণ সহ ১৩ দফা দাবি নিয়ে গড়ে ওঠে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন।২০০৯ ইং সনে সংগঠনটি সরকারি নিবন্ধনভূক্ত হয়। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সব সময় সাংবাদিকদের বিপদে-আপদে পাশে থাকবে।